সারমর্ম লিখুন:

সারাংশ লিখুন: প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা ব্যর্থতায় পর্যিবসিত হয়। তখণ পরীক্ষা পাশ করাটাই বড় হয় এবং পাঠ্যপুস্তবকের পষ্ঠায় জ্ঞান সীমাবদ্ধ থাকে। এই কারণে পরীক্ষা পাশ করা লোকের অভাব নেই আমাদের দেমে, কিন্তু অভাব আছে জ্ঞানের। যেখানেই পরীক্ষা পাশের মোহ তরুণ ছাত্র-ছাত্রীদের উৎকণ্ঠিত রাখে, সেখানেই জ্ঞান নির্বাসিত জীবনযাপন করে। একটি স্বাধীণ জাতি হিসেবে জগতের বুকে পরিচয়লাভ করতে হলে জ্ঞানের প্রতি তরুণসমাজকে আকৃষ্ট করতে হবে। পরীক্ষা পাশের মোহ থেকে মুক্ত না হলে তরুণসমাজের সামনে কখনোই জ্ঞানের দিগন্ত উন্মোচিত হবে না।

Created: 4 months ago | Updated: 3 months ago

Related Questions

উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করুন :

Created: 4 months ago | Updated: 3 months ago