মহাজ্ঞানী মহাজন যে পথে কারে গমন
হয়েছেন প্রাতঃস্মরণীয়,
সেই পথ লক্ষ্য করে স্বীয় র্কীতি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়।
সময়-সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে অমর;
সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পরে যশোদ্বারে আসিবে সত্বর।
করো না মানবগণ বৃথা ক্ষয় এ জীবন
সংসার – সমরাঙ্গন মাঝে,
সংকল্প করেছ যাহা সাধর করহ তাহা
রত হয়ে নিজ নিজ কাজে।