সারমর্ম লিখুন:

মহাজ্ঞানী মহাজন যে পথে কারে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় র্কীতি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। সময়-সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে অমর; সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পরে যশোদ্বারে আসিবে সত্বর। করো না মানবগণ বৃথা ক্ষয় এ জীবন সংসার – সমরাঙ্গন মাঝে, সংকল্প করেছ যাহা সাধর করহ তাহা রত হয়ে নিজ নিজ কাজে।

Created: 4 months ago | Updated: 3 months ago

Related Questions

উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করুন :

Created: 4 months ago | Updated: 3 months ago