ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা,

হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা।

তোমার আদেশ, যেন রসনায় মম

সত্য বাক্য জ্বলি উঠে খর খড়গ সম।

তোমার বিচারাসনে লয়ে নিজ স্থান।

অন্যায় যে করে আর অন্যায় যে সহে

তব ঘৃণা তারে যেন তৃণসম দহে।

Created: 3 months ago | Updated: 3 months ago

Related Questions