স্বাধীনতা স্পর্শমনি সবাই ভালোবাসে

সুখের আলো জ্বলে বুকে দুঃখের ছায়ানাশে। 

মনুষ্যত্বের বান ডেকে যায়, পশুর হৃদয় তলে,

স্বাধীনতা সোনার কাঠি, খোদার সুধা দান, 

স্পর্শে তাহার নেচে উঠে শূন্য দেহে প্রাণ,

বুক ফুলায়ে দাঁড়ায় ভীরু স্বাধীনতার বলে।

দর্পভরে পদানত উচ্চ করে শির, 

শক্তিহীনেও স্বাধীনতা আখ্যাদানে বীর।

Created: 4 weeks ago | Updated: 1 week ago

Related Questions