২০২০ সালের ৩১ শে ডিসেম্বর তারিখে নিম্নলিখিত লেনদেন হতে সমন্বয় এবং বিপরীত দাখিলাসমূহ তৈরি করুন:

(i) সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল করা হয়নি ১,০০০ টাকা।

(ii) উপার্জিত আয় বকেয়া ৩,০০০ টাকা।

(iii) অফিস সাপ্লাইস ব্যবহৃত হয়েছে ৬,০০০ টাকা।

(iv) ডিসেম্বর ১ তারিখে ২ মাসের ভাড়া প্রদান করা হয়েছে-প্রতি মাসের ভাড়া ১,০০০ টাকা।

(v) অনুপার্জিত আয় অর্জিত হয়েছে ৭০০ টাকা।

(vi) সুদ আয় বকেয়া রয়েছে ৬০০ টাকা।

(vii) ডিসেম্বর মাসের যন্ত্রপাতির অবচয় ১,০০০ টাকা।

(viii) সুদ বকেয়া ডিসেম্বর ৩১, ৪০০ টাকা।

(ix) মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ৩,২০০ টাকা।

(x) খরিদ্দারদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ ৬০০ টাকা।

Created: 1 month ago | Updated: 2 weeks ago

Related Questions