আর্থিক বৎসর শেষে আলফাজ শিপিং কোম্পানির নিম্নোক্ত হিসাবসমূহের জের (balance) রয়েছেঃ

(ক) বিক্রয় (Sales evenue) টা. ৩,০০,০০০/-

(খ) বিক্রয় ফেরত টা. ১০,০০০/-

(গ) বিক্রিত পণ্যের ব্যয় (Cost of Goods Sold) টা. ১,৭৪,০০০/-

(ঘ) সমাপণী মজুদ পণ্য টা. ৫০,০০০/-

 

উপর্যুক্ত জেরসমূহের ক্লোজিং এন্ট্রি প্রদান করুন।

Created: 1 month ago | Updated: 3 weeks ago

Related Questions

নিম্নলিখিত তথ্যাবলী হতে ২০২৩ সালের ৩১শে ডিসেম্বর তারিখে মি. তনয়ের বহিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করুন:

(ক) নগদান বহি মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত/ডেবিট উদ্বৃত্ত ১৯,৬৭০ টাকা। 

(খ) ব্যাংকে ১,২০০ টাকার চেক জমা দেয়া হয়েছে কিন্তু ৩১শে ডিসেম্বর তারিখের মধ্যে ব্যাংক তা আদায় করতে পারেনি। 

(গ) ৫০০ টাকা ও ৩০০ টাকার দুটো চেক ইস্যু করা হয়েছিল কিন্তু উক্ত তারিখের মধ্যে তা পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয়নি। 

(ঘ) একজন দেনাদার তার ১,০০০ টাকা দেনা সরাসরি ব্যাংকে জমা দিয়েছে কিন্তু তা এখনো নগদান বহিতে ডেবিট করা হয়নি। 

(ঙ) আমাদের স্বীকৃত ৬০০ টাকার একটি বিল ব্যাংক সরাসরি পরিশোধ করে দেয় যা এখনো নগদান বহিতে এন্ট্রি করা হয়নি। 

(চ) ব্যাংক জমাকৃত টাকার উপর সুদ মঞ্জুর করেছে ৪৫০ টাকা, পক্ষান্তরে হিসাব পরিচালনার জন্য চার্জ ধার্য্য করেছে ১২০ টাকা যা এখনো নগদান বহিতে হিসাবভুক্ত হয়নি।

Created: 1 month ago | Updated: 2 weeks ago