সান-ফ্লাওয়ার কোম্পানির একটি নির্দিষ্ট সময়ের বিক্রয়ের পরিমাণ ১,২৫,০০০ টাকা; প্রাপ্য হিসাবের বিপরীতে নগদ প্রাপ্তির পরিমাণ ৫০,০০০ টাকা; খদ্দেরকে বাট্টা প্রদানের পরিমাণ ২,০০০ টাকা; কু-ঋণের পরিমাণ ৫,০০০ টাকা; এবং প্রাপ্য হিসাবের সমাপনী জেরের পরিমাণ ৯৫,০০০ টাকা হলে ঐ সময়ের শুরুতে প্রাপ্য হিসাবে কত টাকা জের ছিল?
একটি পুরানো গাড়ির পুনঃসংস্করণ ব্যয় উদাহরণ।
নিচের লেনদেনের কোনটি উদ্বর্তপত্রের সমষ্টিকে প্রভাবিত করবে না?
একটি যন্ত্রপাতির ক্রয়মূল্য, পরিবহন ব্যয় এবং সঞ্চালন ব্যয় যথাক্রমে ৫০০,০০০ টাকা, ৫০,০০০ টাকা এবং ২০,০০০ টাকা। প্রত্যাশিত আয়ুষ্কাল ৪ বছর এবং অবশিষ্ট মূল্য ৩৫,০০০ টাকা। ক্রমহ্রাসমান উদ্বৃত্ত পদ্ধতিতে দ্বিতীয় বছরের অবচয় কত?
যদি ২,৫০,০০০ টাকা মূল্যে ক্রয়কৃত একটি যন্ত্রপাতির ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা হয় এবং বার্ষিক ২০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় তাহলে তৃতীয় বছরে যন্ত্রপাতিটির অবচয় কত হবে?