ভাড়া ১৮,০০০ টাকা পরিশোধ করা হয়েছে। ১/৩ অংশ বকেয়া আছে। বকেয়া ভাড়ার পরিমাণ কত?
আর্থিক বিবরণীর অন্তর্ভুক্ত-
i. বিশদ আয় বিবরণী
ii. মালিকানা স্বত্ব বিবরণী
iii. আর্থিক অবস্থার বিবরণী
নিচের কোনটি সঠিক?
মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত খরচ-
i. প্রত্যক্ষ কাঁচামাল
ii. প্রত্যক্ষ শ্রম
iii. ড্রয়িং অফিস বেতন
নগদান বই অনুযায়ী ব্যালেন্স ৩,০০০ টাকা, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি ১,০০০ টাকা, ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল ৫০০ টাকা। জমাকৃত কিন্তু অমর্যাদাকৃত চেক ২,০০০ টাকা হলে ব্যাংক বিবরণীর ব্যালেন্স কত?
স্টেশনারি প্রারম্ভিক মজুদ, ১,৫০০ টাকা ক্রয় ৪,৫০০ টাকা। সমাপনী মজুদ ৫০০ টাকা হলে স্টেশনারি ব্যয়ের পরিমাণ কত?
কোম্পানির জন্য সনদ কোনটি?