সম্প্রতি প্রথম আলো একটি জরীপ চালিয়ে বোঝার চেষ্টা করে যে তাদের পাঠকদের মধ্যে কতজন একুশে টিভি, এটিএন ও সময় টিভি দেখেন অথবা এই তিনটির কোনটিই দেখেন না। জরীপে দেখা যায় যে ৫৯% মানুষ একুশে টিভি, ৪৮% এটিএন এবং ৪৬% সময় টিভি দেখেন। ২৯% একুশে টিভি এবং এটিএন, ২০% এটিএন ও সময় টিভি এবং ৩০% একুশে টিভি ও সময় টিভি দেখনে। ৯% মানুষ এই তিনটি টিভি চ্যানেলই দেখেন। জরীপে অংশ নেয়া শতকরা কতজন মানুষ এই তিনটি টিভির কোনটিই দেখেন না?