ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ৭৩ টাকা যা নগদান বইতে ৩৭ টাকা ডেবিট করা হয়েছে। এতে উভয় বহির জেরের মধ্যে কত টাকা গরমিল হবে?
উত্তোলনের ওপর বার্ষিক সুদের হার ১০% হলে পাপন মোট কত টাকা সুদ হিসাবে প্রদান করবে?
মোট ব্যয়ের সাথে কোনটি যোগ করলে বিক্রয়মূল্য পাওয়া যায়?
আর্থিক অবস্থার বিবরণী কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট হিসাব কালের-
A ও B দু'জন অংশীদার। তারা ৩: ২ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টন করে। উক্ত বছরে মুনাফার পরিমাণ ৮০,০০০ টাকা। B এর মুনাফার অংশ কত?
রূপান্তর ব্যয় নির্ণয়ের সূত্র নিচের কোনটি?