অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আদালত প্রামাণ্য দলিল হিসাবে গ্রহণ করে কোনটি?
সমাপনী মজুদ মূল্যায়নের পর যদি পণ্য আগুনে বিনষ্ট হয় এবং বিমা কোম্পানি কোনো ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায় তবে আর্থিক বিবরণীতে এর ব্যবহার হবে- i. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয়ে বিয়োগii. সমাপনী মজুদ পণ্য হতে বিয়োগiii. আয় বিবরণীতে অস্বাভাবিক ক্ষতি হিসেবে বিয়োগ
নিচের কোনটি সঠিক?
যদি বিক্রয়ের উপর মুনাফার হার ২০% হয়; উৎপাদন ব্যয় হয় ১,৬০,০০০ টাকা এবং মোট ব্যয় হয় ২,৪০,০০০ টাকা; তখন বিক্রয়ের পরিমাণ কত হবে?
'X' কোম্পানি ১০% অধিহারে শেয়ার ইস্যু করে মোট ১,১০,০০০ টাকা পেলে, পরিশোধিত মূলধনের পরিমাণ কত?
যৌথ মূলধনী কারবারগুলো লভ্যাংশ প্রদান করে-
অংশীদারগণের মূলধনের সুদের সমষ্টি কত?