সেতু এন্ড সঙ্গ এর অগ্রদত্ত অর্থের পরিমাণ ১২০০ টাকা, জানুয়ারি মাসে খরচের পরিমাণ ১,০০০ টাকা, ফেব্রুয়ারি মাসে খুচরা ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে কত টাকা পাবেন?
শাপলা কোম্পানির প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ ও বিক্রয়ের পরিমাণ যদি যথাক্রমে ৬,০০০ একক, ১৪,০০০ একক ও ২৫,০০০ একক হয়, তবে উৎপাদনের পরিমাণ কত একক?
৫,০০০ টাকার একটি লেনদেন ৫০০ টাকা লেখা হলে তা কোন ধরনের ভুল?
উক্ত ব্যবসায়ের বণ্টনযোগ্য মুনাফার পরিমাণ কত?
X, Y ও Z তিনজন অংশীদার। কারবারের নিট মুনাফা ৩০,০০০ টাকা। মুনাফা ১/২, ১/৩ ও ১/৬ অংশ মোতাবেক বণ্টন করে। তাহলে Z কত টাকা পাবেন?
১৫টি চেয়ারের উৎপাদন ব্যয় ১৮,০০০ টাকা। যদি কোম্পানি বিক্রয়মূল্যের উপর ২০% মুনাফা করতে হয় তবে প্রতিটি চেয়ারের বিক্রয়মূল্য কত টাকা হবে?