রেখাচিত্রটিতে যে রক্ত চলাচল দেখানো হয়েছে তা ত্বরান্বিত করেi. গ্যাসীয় বিনিময়ের সময় আন্ত্রিক সংকোচন প্রসারণii. খাদ্যগ্রহণের সময় মুখোপাঙ্গের সংকোচন প্রসারণiii. উড়ার সময় পেশির সংকোচন-প্রসারণনিচের কোনটি সঠিক?
মাইটোসিসে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক পর্যায় কোনটি?
মেরুদণ্ডের কোন অংশে ৭টি কশেরুকা থাকে?
এ ধরনের অস্থিভঙ্গ চিকিৎসার ক্ষেত্রে প্রযোজ্য-i. ভাঙা অস্থিটি উপরের দিকে রাখতে হবেii. অস্থি ভঙ্গের মাত্রা ও সঠিক স্থান চিহ্নিত করতে হবেiii. ভাঙা জায়গাটি বেঁধে দিতে হবে।কোনটি সঠিক?
গমকে বীরুৎ জাতীয় উদ্ভিদ বলার কারণ কী?
জবা কোন ধরনের উদ্ভিদ?