বিনিয়োগকারীরা যে বাজারে নিজেদের মধ্যে শেয়ার ক্রয়-বিক্রয় করে সে বাজারকে কী বলে?
শেয়ার মূল্য ২০০০ টাকা, লভ্যাংশ বৃদ্ধির হার ১৫% এবং লভ্যাংশ ২০ টাকা হলে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় কত হবে?
নাহিদ কলেজের সামনে একটি বইয়ের লাইব্রেরি দিয়েছে। প্রথম দিকে শুধু পাঠ্যবই বিক্রি করলেও নাহিদ এখন উপন্যাস, চাকরির বইসহ অন্যান্য বইও বিক্রি করছে। নাহিদের পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই বিক্রির প্রধান কারণ কোনটি?
আমানতকারী ব্যাংকে টাকা জমা দিলে বা তার কোনো পাওনা হলে ব্যাংক উক্ত হিসাবে কী করে ?
শবনম লিঃ প্রতিটি ৫০০০ টাকা মূল্যের ৯% অগ্রাধিকার শেয়ার ১০% কম মূল্যে বিক্রয় করে মূলধন সংগ্রহ করে। শবনম লিঃ এর মূলধন ব্যয় কত?
ব্যাংক নোট ইস্যুর ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করে?