মাথা পাওয়ার সংখ্যা 225 এর কম থাকার সম্ভাবনা কত?
কোন অবিচ্ছিন্ন দৈব চলকের মান একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকার সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা হয়, তাকে কী বলে?
নিচের কোনটি ব্যবসায়িক ও অর্থনৈতিক তথ্য বিশ্লেষণে ব্যবহৃত হয়?
সমগ্রকের আকারের ওপর ভিত্তি করে কোনটি নির্ধারণ করা হয়?
একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপে জোড় সংখ্যার ঘটনাA: {2, 4, 6} ও বিজোড় সংখ্যার ঘটনা A¯ : (1, 3, 5) হলে ঘটনান্বয় হবে-i. পরস্পর বর্জনশীল ঘটনাii. পরস্পর অবর্জনশীল ঘটনাiii. পরিপূরক ঘটনানিচের কোনটি সঠিক?
পরিসংখ্যানের মানকেই স্বাভাবিকভাবে বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের উৎকর্ষতার মানদণ্ডের প্রতিষ্ঠান-
i. বেসরকারি পরিসংখ্যান।
ii. সরকারি পরিসংখ্যান
iii. আধাসরকারি পরিসংখ্যান
নিচের কোনটি সঠিক?