সরকারের তহবিলের সংরক্ষক কোন ব্যাংক?
বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মুখ্য উৎস কোনটি?
নৌবিমায় একটি সম্পত্তির বিমাকৃত মূল্য ৫০,০০০ টাকা। ক্ষতির পরিমাণ ২০,০০০ টাকা। ক্ষতি সংঘটনকালে সম্পত্তির বাজার মূল্য ১,০০,০০০ টাকা হলে জাহাজটির সমন্বিত ক্ষতি কত হবে?
BSRM কর্তৃক ইস্যুকৃত বন্ডটির নাম কী?
প্রাক্কলিত আয়ের হার কোনটির চেয়ে বেশি হলে বিনিয়োগ করা হয়?
নিচের উদ্দীপকটি পড় এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও : আফসানা লি. একটি গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান । প্রতিটি গাড়ি উৎপাদন করতে ৫ দিন সময় লাগবে। প্রতিষ্ঠানটি গাড়ি উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ধারে ক্রয় করে। পাওনা পরিশোধের জন্য ২০ দিন সময় পেয়ে থাকলেও ১৫ দিনে মূল্য পরিশোধ করে। ফলে বাজারে প্রতিষ্ঠানটির যথেষ্ট সুনাম রয়েছে। অন্যদিকে উৎপাদিত গাড়ি ধারে বিক্রি করলে দেনা আদায়ের জন্য ২৫ দিন সময় থাকলেও ৩০ দিন গ্রহণ করে।
আফসানা লি.-এর নগদ রূপান্তরচক্র কত দিনে হবে?