বিভাজন-প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বা বস্তুকে তার অঙ্গ-প্রত্যঙ্গে বিভক্ত করা হলে কী অনুপপত্তির সৃষ্টি হয়?
'কিংবা' যৌক্তিক যোজকটি কোন বাক্যে ব্যবহার হয়?
জামিল সাহেব চলন্ত ট্রেনে দেখছেন গাছপালা, খেত খামার পিছনের দিকে দৌড়াচ্ছে। এটি কোন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত?
যৌক্তিক বিভাগের জন্য নির্বাচিত গুণকে মূলসূত্র বলা হয় কেন?
যুক্তিবিদ্যার শিক্ষক সুলায়মান স্যার বিজ্ঞানসম্মত কল্পনার কথা বলেছেন। তিনি কী বলে থাকতে পারেন?
i. ভূপৃষ্ঠের আকর্ষণই ভারী বস্তু নিচে পড়ার কারণ
ii. নিউটন এর নাম দিয়েছেন মাধ্যাকর্ষণ শক্তি
iii. এই প্রকল্পটি পরবর্তীতে নিয়মের পর্যায়ে উন্নীত হয়েছে
নিচের কোনটি সঠিক?
বৈজ্ঞানিক ব্যাখ্যা যেভাবে করা হয়-
i. একটি ঘটনাকে বিচার-বিশ্লেষণ করা হয়
ii. এর বাহ্যিক ও অন্তর্নিহিত সম্বন্ধগুলোকে আবিষ্কার করা হয়
iii. প্রমাণের পরিপ্রেক্ষিতে ঘটনাটির অনিবার্য কারণ নির্ণয় করা হয়