'কেবল' ধার্মিকরাই সুখী' বাক্যটি কী ধরনের যুক্তিবাক্য?
কীভাবে একটি ঘটনা সুনির্দিষ্টভাবে কোনো কারণের জন্য যে ঘটেছে তা নির্দেশ করা সম্ভব হয়?
পলাশের প্রদত্ত বক্তব্যের মাধ্যমে যে বিষয়টি ফুটে উঠেছে-
i. সাদৃশ্য
ii. বৈসাদৃশ্য
iii. কার্যকারণ
নিচের কোনটি সঠিক?
নিমি কোনো পদের সংজ্ঞায়ের সময় ঐ পদের উপলক্ষণকে উল্লেখ করে। ফলে কোন অনুপপত্তির সৃষ্টি হয়?
অবরোহ অনুমান দ্বারা প্রকল্প সমর্থিত হওয়ার যৌক্তিকতা হলো-
i. অনেক প্রকল্পকে সরাসরি পরীক্ষা করা যায় না
ii. অবরোহ পদ্ধতি প্রয়োগে প্রকল্পটিকে তার চেয়ে ব্যাপক কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত করে প্রমাণ করা যায়
iii. এ জাতীয় প্রকল্প অবরোহ অনুমান দ্বারা পরোক্ষভাবে সমর্থিত হওয়ার মাধ্যমে প্রমাণিত হয়ে থাকে
যুক্তিবিদ্যার উপযোগিতা হলো-
i. বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তি পার্থক্য করতে সাহায্য করে
ii. শুদ্ধভাবে চিন্তা করতে সাহায্য করে
iii. অন্ধ বিশ্বাস ও ভ্রান্ত ধারণা পরিহার করতে সাহায্য করে