ব্যুৎপত্তিগত/শব্দতত্ত্ব বিশ্লেষণে যুক্তিবিদ্যা হলো-
বর্ণালী যুক্তিবিদ্যার সম্ভাব্যতার ভিত্তি হিসেবে আত্মগত ও বস্তুগত মতবাদের মধ্যে বস্তুগত মতবাদের সমর্থন করে। বর্ণালীর মতো নিচের কোন যুক্তিবিদ বস্তুগত মতবাদের সমর্থক ছিলেন?
'v' চিহ্নটি একটি-
i. প্রতীক
ii. বৈকল্পিক বাক্যের আকার প্রকাশক
iii. বিজয়ের সংকেত
নিচের কোনটি সঠিক?
একটি ঘটনাকে অন্য একটি ঘটনার আওতায় নিয়ে আসাকে কী বলা হয়?
বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের অপ্রধান আশ্রয়বাক্য-
আমরা প্রথমে আকাশে বিদ্যুৎ চমকানো দেখি, তারপর বজ্রধ্বনি শুনি। অন্বয়ী পদ্ধতিতে দুটি ঘটনার প্রথমটিকে দ্বিতীয়টির কারণ বলে মনে করা হয়। এর বাস্তবতা কী?