ফ্রয়েডীয় মতানুসারে কোনো ব্যক্তির মধ্যে যেসব গুণ অত্যধিক শক্তিশালী হলে সে হবে অপরাধী তাহলো-
i. অবিবেচক প্রবৃত্তি
ii. অবাস্তব প্রবৃত্তি
iii. কল্পনাপ্রবণ প্রবৃত্তি
নিচের কোনটি সঠিক?
তুমি সমাজবিজ্ঞানের ছাত্র। সংবিধান সম্পর্কে জানতে হলে তোমার কোনটি অধ্যয়ন করা প্রয়োজন?
মিরাজের বাড়ি রাজশাহী এলাকায়। তিনি তার সন্তানদের পাহাড়পুরে বেড়াতে নিয়ে যান এবং জায়গাটি দেখিয়ে দিয়ে বলেন, এটি পাল রাজাদের আমলে নির্মিত হয়েছিল। মিরাজ কোন পাল রাজার প্রতি ইঙ্গিত করেছেন?
উদ্দীপকের কারখানার শ্রমিকদের বেকারত্বের প্রভাব সমাজে-
i. অপরাধ বাড়তে পারে
ii. সামাজিক অবক্ষয় সৃষ্টি হতে পারে
iii. মাদকাসক্তির প্রভাব বাড়তে পারে
পশুচারণ সমাজে সম্পত্তির বৈশিষ্ট্য-
i. মানুষকে খাদ্যের অনিশ্চয়তায় ভুগতে হয় না
ii. মানুষ শস্য উৎপাদনপূর্বক গৃহে মজুদ করা শুরু করে
iii. মানুষ বনের পশুকে বস করে গৃহে পালন শুরু করে
বিজ্ঞানের প্রয়োগ রীতি কোনটি?