ক্ষতি যেন অধিক না হয় এজন্য করণীয় হতে পারে-
i. দক্ষতার উন্নয়ন
ii. দুর্নীতি হ্রাস
iii. উৎপাদন হ্রাস
নিচের কোনটি সঠিক?
মৌখিক যোগাযোগের মাধ্যম কোনটি?
'সাগর লি.' প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে?
একজন কর্মীর আদেশদাতা হবেন একজনমাত্র ব্যক্তি- এটি হেনরি ফেয়লের প্রদত্ত কোন মূলনীতি?
একটি কলেজে গড়ে ২০০ জন ছাত্র সাইকেলে চড়ে কলেজে আসে এবং তার মধ্যে বছরে গড়ে ৪টা সাইকেল হারানো যায়। ৪টা সাইকেলের দাম যদি ৬,০০০ টাকা হয়, তবে ২০০ সাইকেলের ওপর বাৎসরিক ঝুঁকির পরিমাণ হবে ৩০ টাকা। এখন ৩০ টাকা দিয়ে তহবিল গঠন করা হলে একে কী বলা হবে?
মূল্যবোধ দ্বারা মানুষের কোনটি প্রভাবিত হয়?