প্রাইভেট লি. কোম্পানিকে পাবলিক লি. কোম্পানিতে রূপান্তর করতে প্রয়োজন হয়-
i. বিবরণীপত্র ইস্যু করা
ii. স্মারকলিপির পরিবর্তন করা
iii. উদ্যোক্তা পরিচালকের সংখ্যা পরিবর্তন করা
নিচের কোনটি সঠিক?
উত্তম নির্দেশনার বৈশিষ্ট্য হলো-
i. যৌক্তিকতা
ii. স্পষ্টতা
iii. নমনীয়তা
ইস্তি ও আফরা একটি অংশীদারি ব্যবসায় পরিচালনা করেন। ব্যবসায়ে অংশীদার না হওয়া সত্ত্বেও তারা বাবার নাম ব্যবহার করছেন। তাদের বাবা উক্ত অংশীদারি ব্যবসায়ে সংযুক্ত আছেন ভেবে তানিয়া ব্যবসায়ে ১,২০,০০০ টাকা ঋণ প্রদান করেন। লোকসানের কারণে ইস্তি ও আফরা ইতোমধ্যেই দেউলিয়া হয়ে পড়েন। তানিয়ার ঋণ প্রদানের ক্ষেত্রে ইস্তি ও আফরার বাবা কতটুকু দায়বদ্ধ হবেন?
ভবিষ্যৎ কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য কোন পরিকল্পনা প্রণীত হয়?
নিয়ন্ত্রণ একটা কালান্তিক কাজ। এটি নিয়ন্ত্রণের কী?
বাংলাদেশে পোশাক শিল্পের বিকাশ লাভের কারণ কী?
i. মূলধনের পরিমাণ বেশি
ii. বৈদেশিক বাজারে চাহিদা ব্যাপক
iii. কম মজুরিতে, শ্রমিক ব্যবহারের সুযোগ