তিন বন্ধু মিলে গঠিত অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে এক বন্ধু না জানিয়ে তৃতীয় পক্ষের নিকট মালিকানা হস্তান্তর করলে এই অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন কীভাবে হবে?
হিমু ও তার একই পেশাভুক্ত ১৯ বন্ধু মিলে রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি ব্যবসায় স্থাপন করেন। একজন সদস্য তার শেয়ার হস্তান্তর করতে চাইলেন। আইনগত বাধার কারণে তা সম্ভব হয়নি। রহিম ও তার বন্ধুদের পরিচালিত ব্যবসায়টি কোন ধরনের?
মাসলোর চাহিদা সোপান তত্ত্ব অনুযায়ী সামাজিক চাহিদার পরবর্তী ধাপ হলো—
কাজের ছন্দ-পতন রোধ করতে পারে-
BSTI-এর ৬টি কাউন্সিলের বৈঠক কত মাস অন্তর অন্তর হয়?
রাষ্ট্রীয় ব্যবসায়ের ব্যবস্থাপনা কাঠামোতে শীর্ষ স্তরে কার অবস্থান?