রাসেল যখন নিঃসঙ্গ থাকে তখন শিক্ষকরা তাকে অবজ্ঞা করে আবার যখন সে সহপাঠীদের সাথে খেলা করে তখন উৎসাহিত করে- এটি মনোভাব গঠনের কোন প্রক্রিয়া?
সুকেশকে এমন একটি বুদ্ধি অভীক্ষা প্রদান করা হয়েছিল যে অভীক্ষাটি ৮টি উপ-অভীক্ষায় বিভক্ত। যার ২-৬ নম্বর উপ-অভীক্ষার উত্তর লিখে দিতে হবে। বাকিগুলো (√) বা (×) চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। সুকেশকে কোন অভীক্ষা প্রদান করা হয়েছিল?
মনোভাব গঠনের কোন শর্তটি ভদ্র মহিলার ক্ষেত্রে কাজ করেছে?
সামঞ্জস্য হলো-
i. অর্জিত অভিজ্ঞতার ফল
ii. কোন কিছুর সাথে খাপখাওয়ানো
iii. ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে বোঝাপড়া করা
নিচের কোনটি সঠিক?
এড্রিনাল গ্রন্থির অবস্থান কোথায়?
বাল্যবিবাহ প্রবণতা বেড়ে যায় কোনটির কারণে?