সমাজ-বিজ্ঞানীরা মনোভাব বলতে বুঝিয়েছেন-
i. দৈহিক প্রস্তুতিকে
ii. মানসিক প্রস্তুতিকে
iii. প্রস্তুতিমূলক সক্রিয়তাকে
নিচের কোনটি সঠিক?
লাল্টু কিছু উপ-অভীক্ষা প্রয়োগ করেছিল যা সে হাত পা নেড়ে, ব্ল্যাকবোর্ডে উদাহরণ দিয়ে, অঙ্গভঙ্গি করে অভীক্ষার্থীদের বুঝিয়ে দেন। লাল্টু কোন অভীক্ষা প্রয়োগ করেছিল?
'ব্যক্তির অবদমিত ইচ্ছাগুলো তার অবচেতন মনে অবস্থান করে'- এটা কে লক্ষ করেন?
গবেষণার কাঁচামাল হিসেবে কী ব্যবহৃত হয়?
সামাজিক পরিবেশের সাথে কী করতে পারলে জীবন চলার পথ হয়ে ওঠে সুন্দর ও সাবলীল?
কাহিনি সংপ্রত্যক্ষণ অভীক্ষার বৈশিষ্ট্য হচ্ছে-
i. এ অভীক্ষায় ২০টি কার্ড ব্যবহার করা হয়
ii. একটি কার্ড ফাঁকা বা সাদা
iii. কার্ডগুলোতে কালির ছাপ থাকে