অসীম দূরত্ব থেকে তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে আনতে যে কাজ করতে হয় তাকে কী বলে?
A ও B দুটি বস্তুর ভর যথাক্রমে 1 kg ও 2 kg A বস্তুর ভর B বস্তুর দ্বিগুণ। বস্তু দুটিকে একই উচ্চতা হতে মুক্তভাবে পড়তে দিলে A ও B বস্তু দুটির পতনকালের অনুপাত হবে যথাক্রমে-
চাপ অপরিবর্তিত রেখে একই তাপমাত্রার পার্থক্যের জন্য নিচের কোন পদার্থটির প্রসারণ সবচেয়ে বেশি হবে?
তাড়িত চৌম্বক আবেশ পরীক্ষায় ব্যবহৃত গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপ-
i. চুম্বক প্রবেশ ও বের করানোর সময় পরস্পর বিপরীত দিকে হয়
ii. চুম্বক প্রবেশ ও বের করানোর সময় সমমুখী হয়
iii. কুণ্ডলীকে চুম্বক থেকে সরিয়ে নিলে বিপরীত দিকে হয়
নিচের কোনটি সঠিক?
30 NC-1 তড়িৎ তীব্রতার তড়িৎক্ষেত্রে 10 C এর আহিত বায়ু স্থাপন করলে সেটি কত বল লাভ করবে?
কোনো বাতির ফিলামেন্টের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য 12 V. এর রোধ 4Ω হলে তড়িৎ প্রবাহের মান কত?