মি. কবির তার ২৫,০০০ টাকার সাইকেলের জন্য ৫০,০০০ টাকার বিমা করল। এক্ষেত্রে উক্ত বিমা চুক্তিটি কেন বাতিল হয়ে যেতে পারে?
স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির শেয়ারকে কয় শ্রেণিতে বা ক্যাটাগরিতে ভাগ করা যায়?
নিচের কোনটি অনলাইন ব্যাংকিং-এর উদাহরণ?
সমআকার উদ্বৃত্তপত্রে-
i. সম্পদের প্রতিটি আইটেমকে মোট সম্পদের শতকরা হারে প্রকাশ করা হয়
ii. দায়ের প্রতিটি আইটেমকে মোট দায় ও মূলধনের শতকরা হারে প্রকাশ করা হয়
iii. সম্পদের প্রতিটি আইটেমকে স্থায়ী সম্পদ দ্বারা ভাগ করা হয়
নিচের কোনটি সঠিক?
প্রকৃত বিক্রয় হতে সমচ্ছেদ বিন্দুর দূরত্বে পার্থক্যকে বলে-
পপি লাইব্রেরির কাম্য ফরমায়েশের পরিমাণ কত?