উদ্দীপকে শামীম তার বন্ধুকে টাকা প্রদানের ক্ষেত্রে কোন দলিল ব্যবহার করেছে?
প্রকল্পের পুঁজি ফেরতকাল আয়ুষ্কালের চেয়ে বড় হলে প্রকল্পটি—
সমচ্ছেদ বিন্দু থেকে প্রকৃত বিক্রয়ের দূরত্বকে কী বলে?
বাধ্যতামূলক ফি কোন ধরনের ব্যাংক ঋণের ক্ষেত্রে প্রযোজ্য?
নিচের কোনটি তহবিলের দীর্ঘমেয়াদি উৎস নয়?
একটি মেশিনের ক্রয়মূল্য ৯০,০০০ টাকা, সংস্থাপন ব্যয় ৩০,০০০ টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। মেশিনটির আয়ুষ্কাল ১০ বছর। সরলরৈখিক অবচয়ের পরিমাণ কত?