যদি tanθ = y/x হয়, তবে xcos2θ+ysin2θ = ?
একটি বৃত্তাকার জলাশয় থেকে সমস্ত মাছ অন্য একটি বৃত্তাকার জলাশয়ে স্থানান্তর করা হল। দ্বিতীয় জলাশয়ের ব্যাসার্ধ প্রথম জলাশয়ের দ্বিগুণ, তবে গভীরতা প্রথম জলাশয়ের অর্ধেক। স্থানান্তরের কারণে মাছের ঘনত্বে কত পরিবর্তন আসলো?
3x - 4y - 12 = 0 সরলরেখাটির ঢাল কত?
(4,-2) বিন্দু থেকে 5x + 12y = 3 রেখার লম্ব দূরত্ব কত?
একটি ভূমির সীমান্ত রেখা বরাবর সমদূরত্বে গাছের চারা লাগানো হবে। একটি আয়তাকার ভূমি যার দৈর্ঘ্য প্রন্থের চারগুণ, সমান ক্ষেত্রফল বিশিষ্ট অন্য একটি বর্গাকার ভূমির সঙ্গে বিনিময় করা হল। এক্ষেত্রে চারা রোপন সংখ্যার কি পরিবর্তন হল?
x ≤= 2, y ≥= 3, y ≤= 2x শর্তাধীনে z = 3x + 4y এর সর্বোচ্চ মান কত?