প্রায় ১.৫ বর্গফুট আয়তনের আবরণকে মাথার খুলির মধ্যে রাখা সম্ভব হয়েছে কারণ-
i. মস্তিষ্কের আবরণটি কুঞ্ছিত
ii. মস্তিষ্কের আবরণটি স্তরীভূত
iii. মস্তিষ্কের আবরণটি ভাঁজকৃত
নিচের কোনটি সঠিক?
স্ট্যানফোর্ড-বিনে বুদ্ধি অভীক্ষাটির অসুবিধা হলো-
i. দলগতভাবে প্রয়োগ করা যায় না
ii. অভীক্ষাটিতে সময় বেশি লাগে
iii. আর্থিক ব্যয় বেশি হয়
ঐচ্ছিক স্নায়ুতন্ত্র গঠিত হয়-
i. সংযোজক স্নায়ুকোষ নিয়ে
ii. সংবেদী স্নায়ুকোষ নিয়ে
iii. গতিবাহী স্নায়ুকোষ নিয়ে
কারিমা বাসায় থাকলেও নিজেকে নিরাপত্তাহীন মনে করে। কারিমার মধ্যে ব্যক্তিত্বের কোন ধরনের সংলক্ষণ আছে?
যে শিক্ষণ পরীক্ষার জন্য ক্ষুধার্ত প্রাণী ব্যবহার করা হয়-
i. সহায়ক শিক্ষণ
ii. প্রাসঙ্গিক শিক্ষণ
iii. চিরায়ত সাপেক্ষীকরণ
ওয়েসলার প্রণীত শিশুদের বুদ্ধি অভীক্ষা হলো-
i. WISC
ii. WAIS
iii. WPPS