একটি বস্তু স্থির অবস্থান থেকে 0.5 m/s2 ত্বরণে 20s চলার পর 0.5 m/s2 মন্দনে 20s চলল, শুরু থেকে 40s এ কত মিটার দূরত্ব অতিক্রম করল?
1.5 kg ভরের একটি বই একটি টেবিলের উপর আছে। টেবিলের তল বরাবর কত বলে টানলে বইটি চলা শুরু করবে? [ μ= 0.2]
একটি বস্তুর ওপর 5N বল 10s ক্রিয়া করে, ভরবেগের পরিবর্তন কত?
নিচের কোনটি ভরের একক নয়?
একটি সর্বোচ্চ বেগের জন্য রাস্তার বাঁকের কোণ-
বেগের আনুভূমিক ও উলম্ব উপাংশের মান যথাক্রমে 3ms-1 ও 4ms-1 হলে বেগ কত?