নিউক্লিয়াসের ব্যাসার্ধ ও ভর সংখ্যার মধ্যে সম্পর্ক?
এক কাপ গরম কফিকে 75°C থেকে ঠাণ্ডা করায় 120 kJ তাপ নির্গত হল। কফিসহ কাপটির তাপ ধারকত্ব 3 kJK-1 হলে, ঠাণ্ডা অবস্থায় কফির তাপমাত্রা হবে-
বৃষ্টির পানির একই মাপের 125টি ফোঁটার প্রত্যেকটিকে কিছু ভোল্টেজ দিয়ে চার্জিত করা হল এবং একত্রিত হয়ে বৃহত্তর ফোঁটায় পরিণত হলে তার বিভব হয় 500V। ছোট ফোঁটাগুলো কত ভোল্টে চার্জিত হয়েছিল?
3টি সমান ক্যাপাসিটর শ্রেণিতে সংযুক্তির পর সমান্তরাল সংযুক্ত করলে তুল্য ধারকত্ব শ্রেণির তুলনায় কত হবে?
একটি কয়েলের তড়িৎ প্রবাহ 100 ms সময়ে 0.5A হতে 3A- এ বর্ধিত করলে কুণ্ডলীতে 25V বিদ্যুৎচালক বল আবিষ্ট হলে কুণ্ডলীর স্বকীয় আবেশ কত ?
ঘাত (impulse) এর মাত্রা কোনটি?