কোন সম্পদের তারল্য সবচেয়ে বেশি?
কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রূপ?
প্রদেয় নোট বাবদ ব্যাংক থেকে ৫,০০,০০ টাকা ধার গ্রহণ করা হলে হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে?
নিত্য মজুদ পদ্ধতিতে বাকিতে পণ্য ক্রয় করা হলে ক্রেতার হিসাব বহিতে কী পরিবর্তন হবে?
অগ্রিম আয় কোন ধরনের হিসাব?
বারাকা লিমিটেড ৫,০০,০০০.০০ টাকার একটি মেশিন ক্রয় করে। এর পরিবহন খরচ ২,০০০.০০ টাকা এবং সংস্থাপন খরচ ২০,০০০.০০ টাকা। মেশিনটি চালু করার আগে পরীক্ষার খরচ ১০,০০০.০০ টাকা। উক্ত মেশিনের লাইসেন্স ফি ৩,০০০.০০ টাকা এবং দুর্ঘটনা বীমা খরচ ২,০০০.০০০ টাকা । এ ক্ষেত্রে মেশিন হিসাবে কত টাকা ডেবিট করতে হবে?