শিশুরা কত বছর বয়স থেকে আনন্দের অভিব্যক্তি প্রকাশ করতে সক্ষম হয়?
ওয়েক্সলারের বুদ্ধি অভীক্ষায় রয়েছে-
i. ভাষাগত মানক
ii. কর্ম সম্পাদনমূলক মানক
iii. অবাচনিক মানক
নিচের কোনটি সঠিক?
দেহের রক্তস্রোেত কীসের উপস্থিতি প্রাণীকে উত্তেজিত করে?
মনঃসমীক্ষণ ও আচরণগত দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে প্রতিক্রিয়া করতে গিয়ে কোন দৃষ্টিভঙ্গি বিকাশ লাভ করে?
অন্তর্মুখী ব্যক্তিত্বের লোকদের বৈশিষ্ট্য হলো-
i. এরা খুব আত্মকেন্দ্রিক
ii. এরা স্বার্থপর
iii. আত্মসচেতন
রিয়াজ নিয়মিত ধূমপান করে। সে একদিন জানতে পারে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তথ্যটি জানার পর ধূমপানের ক্ষেত্রে ফিল্টার সিগারেট ব্যবহার করে। রিয়াজ এ ক্ষেত্রে কোনটির পরিবর্তন সাধন করেছে।