শিশুরা কাকে খুব শ্রদ্ধা করে এবং কার কথাকে অকাট্য বলে মনে করে?
উদ্দীপকে মনোবিজ্ঞানের কোন শাখার বিষয়টি প্রতিফলিত হয়েছে?
পূর্বসংস্কারের মধ্যে অপর গোষ্ঠী সম্পর্কে-
i. প্রতিকূল মনোভাব থাকে
ii. একটা অপছন্দের ভাব থাকে
iii. আবেগীয় উপাদান থাকে
নিচের কোনটি সঠিক?
মনোভাব গঠনের ক্ষেত্রে মুখ্য গ্রুপ হিসেবে বিবেচনা করা হয়-
i. পরিবারকে
ii. খেলার সাথীকে
iii. সমাজ ও দলকে
ফ্রয়েড তার মনঃসমীক্ষণ তত্ত্বে মানবমনের চেতনার মাত্রাকে কয়টি ভাগে ভাগ করেছেন?
অপ্রক্ষেপণমূলক অভীক্ষায় সরাসরি কথার মাধ্যমে-
i. ব্যক্তিত্ব চাপমূলক পরিস্থিতিতে বিশ্লেষণ করা হয়
ii. ব্যক্তিত্ব সংঘাতমূলক পরিস্থিতিতে বিশ্লেষণ করা হয়
iii. ব্যক্তিত্ব দ্বন্দ্বমূলক পরিস্থিতিতে বিশ্লেষণ করা হয়