শৈশবের প্রথম পর্যায়ে শিশুরা যুক্তি প্রদর্শন, সমন্বিত পেশি চালনা ও পেশি নিয়ন্ত্রণ ক্ষমতা অর্জনের মাধ্যমে কী বুঝতে শেখে?
'ঘণ্টা ধ্বনির সাহায্যে লালা নিঃসরণের ক্ষেত্রে ঘণ্টা ধ্বনি প্রদান ও মাংসের টুকরা উপস্থাপনের মধ্যবর্তী সময় যতক্ষণ হবে শিক্ষণ তত দ্রুত হবে এবং মধ্যবর্তী সময় যত বেশি হবে শিক্ষণের হার তত কম হবে' উদাহরণটি শিক্ষণের কোন উপাদানকে নির্দেশ করে?
মনোভাবের সাথে কী জড়িত থাকে?
চল নিয়ন্ত্রণের কৌশলসমূহ-
1. অপসারণ
ii. প্রতিভারসাম্য সৃষ্টি
iii. নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
কখন ছেলেমেয়েরা বেশি স্বাধীনচেতা হতে চায়?
উদ্দীপকে আজাহার হোসেন সমস্যা সমাধানে ভূমিকা রাখেন-
i. প্রতিকারমূলক
ii. নিবৃত্তমূলক
iii. বিকাশমূলক