কোনো কোম্পানির উৎপাদিত বাল্বের মধ্যে 100টি বাল্ব দৈবভাবে নেয়া হলো। যেখানে খারাপ বাল্ব পাওয়ার সম্ভাবনা 0.02 হলে পরামিতির মান কত?
কোনো দৈব পরীক্ষায় দুটি ঘটনা একত্রে ঘটতে পারলে ঘটনাদ্বয় হতে পারে-i. স্বাধীন ঘটনাii. পরস্পর অবিচ্ছিন্ন ঘটনাiii. অধীন ঘটনানিচের কোনটি সঠিক?
দুই বা ততোধিক ঘটনার মধ্যে যে কোনো দুটি ঘটনা একত্রে ঘটতে পারলে, ঘটনাগুলোকে কী ঘটনা বলা হয়?
লাঠি এবং দড়ি দ্বারা উৎপন্ন ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে কোনটি প্রয়োজন?
কোম্পানি B এর পরিমিত ব্যবধান কত?
বাংলাদেশের 1991 সালে 55598 বর্গ মাইলে বসবাসরত লোকের সংখ্যা ছিল 11.5 কোটি।