প্যাভলভ মূলত কী ছিলেন?
মনোবিজ্ঞানীদের ভাষায় মানসিক চাপ কত প্রকার?
তাত্ত্বিক মূল্যবোধের ব্যক্তিরা-
i. বৈজ্ঞানিকদের মতো
ii. দার্শনিকদের মতো
iii. কবিদের মতো
নিচের কোনটি সঠিক?
হাইকোর্টের রায়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে নারীর ওপর যৌন নিপীড়নকে-
i. আইনের চোখে অপরাধ হিসেবে স্বীকার করা
ii. নারীর মানবাধিকার লঙ্ঘন হিসেবে স্বীকার করা
iii. নারীকে ব্ল্যাকমেইল হিসেবে স্বীকার করা
সাধারণ কোষ থেকে স্নায়ুকোষ ভিন্ন যে বৈশিষ্ট্যের জন্য-
i. কোষদেহ
ii. স্নায়ুকোষ
iii. স্নায়ুশাখা
হ্যানয় ও বৃষ্টি দুজন দুটি অভীক্ষা পরিচালনা করে। হ্যানয় পরিচালিত অভীক্ষাটির সাফল্যাঙ্ক বুদ্ধ্যঙ্কের এবং বৃষ্টির অভীক্ষাটি আদর্শ মান ব্যবহার করে বুদ্ধি পরিমাপ করা হয়। হ্যানয় কোন অভীক্ষাটি পরিচালনা করে?