নিম্নে কোন ক্ষেত্রে 400 জন মেয়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মেয়েদের 20 বছরের কম বয়সে বিয়ে হয়?
সূচক সংখ্যা নির্ণয়ে কোন পরিমাপটি বেশি ব্যবহৃত হয়?
উক্ত ব্লাড ব্যাংকে 200 জনের মধ্যে 1 জনের এইচ.আই.ভি ধনাত্মক হওয়ার সম্ভাবনা নির্ণয় করা যায় নিম্নের কোন বিন্যাস ব্যবহার করে?i. দ্বিপদী বিন্যাসii.পৈঁসু বিন্যাসiii. পরিমিত বিন্যাসনিচের কোনটি সঠিক?
কোন লেখটি গণসংখ্যা নিবেশন হতে আঁকা যায় না?
পরিমিত ব্যবধানকে বলা হয়-
i. বিস্তার পরিমাপের রাজা
ii. আদর্শ বিচ্যুতি
iii. আদর্শ বিস্তার পরিমাপ
নিচের কোনটি সঠিক?
2013 সালে প্রতি কেজি সয়াবিন তেলের মূল্য ছিল 40 টাকা এবং 2014 সালে ছিল 70 টাকা। 2013 সালকে ভিত্তি ধরে 2014 সালের মূল্য সূচক সংখ্যা কত হবে?