একটি দেশের নির্ভরশীলতার অনুপাত কম দ্বারা কী বুঝানো হয়?
অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন যে শ্রেণিতে বেশি গণসংখ্যা থাকে সে শ্রেণিকে ___ শ্রেণি বলে।
পরিসংখ্যানের উৎকর্ষতা বৃদ্ধি পেলে-
i. গুণগত মান বৃদ্ধি পায়
ii. বিশুদ্ধতা গ্রহণযোগ্য হয়
iii. নির্ভরযোগ্যতা বাড়ে
নিচের কোনটি সঠিক?
একটি বিন্যাসের 4 এর সাপেক্ষে প্রথম ও দ্বিতীয় পরিঘাত যথাক্রমে – 1 ও 9 হলে বিন্যাসটির গড় কত?
পরিমিত চলকের সকল মানের সম্ভাবনার সমষ্টি কত?
চিকিৎসা বিজ্ঞানের উন্নতর পদ্ধতি গ্রহণের ফলে জন্মহার ও মৃত্যুহারের ক্ষেত্রে কালীন সারির সাধারণ ধারায় কোন প্রবণতা লক্ষ্য করা যায়?