দ্বিপদী বিন্যাসের সফলতার সম্ভাবনা p এবং বিফলতার সম্ভাবনা ৭ হলে, নিচের কোন সম্পর্কটি সত্য হবে?
কোন অবিচ্ছিন্ন দৈব চলকের মান একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকার সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা হয়, তাকে কী বলে?
নিচের কোনটি ব্যবসায়িক ও অর্থনৈতিক তথ্য বিশ্লেষণে ব্যবহৃত হয়?
সমগ্রকের আকারের ওপর ভিত্তি করে কোনটি নির্ধারণ করা হয়?
একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপে জোড় সংখ্যার ঘটনাA: {2, 4, 6} ও বিজোড় সংখ্যার ঘটনা A¯ : (1, 3, 5) হলে ঘটনান্বয় হবে-i. পরস্পর বর্জনশীল ঘটনাii. পরস্পর অবর্জনশীল ঘটনাiii. পরিপূরক ঘটনানিচের কোনটি সঠিক?
পরিসংখ্যানের মানকেই স্বাভাবিকভাবে বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের উৎকর্ষতার মানদণ্ডের প্রতিষ্ঠান-
i. বেসরকারি পরিসংখ্যান।
ii. সরকারি পরিসংখ্যান
iii. আধাসরকারি পরিসংখ্যান
নিচের কোনটি সঠিক?