দ্বিপদী বিন্যাসের পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি কত?
P(A) = 59,P(B)=35 হলে, A ও B ঘটনাদ্বয় হবে-i. বর্জনশীলii. অবর্জনশীলiii. স্বাধীন অথবা অধীননিচের কোনটি সঠিক?
বিস্তারমান নির্ণয়ের প্রক্রিয়া কোনটি নির্ণয়ের প্রক্রিয়ার সমরূপ?
যে দৈব চলকের মানসমূহ পরস্পর বিচ্ছিন্ন বা পৃথক পৃথক মান গ্রহণ করে তাকে কি বলে?
2013 সালে প্রতি কেজি সয়াবিন তেলের মূল্য ছিল 40 টাকা এবং 2014 সালে ছিল 70 টাকা। 2013 সালকে ভিত্তি ধরে 2014 সালের মূল্য সূচক সংখ্যা কত হবে?
একটি ছক্কা নিক্ষেপ পরীক্ষায় ছক্কার উপরের পিঠে বিজোড় সংখ্যা পাওয়ার ঘটনাটি কোন ধরনের ঘটনা?