কোন ভাষার লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না?
নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:- ডা. রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আঁচিলের অপারেশন নিনতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে--i. ভিডিও কনফারেন্সii. টেলি মেডিসিনiii. ই-মেইলনিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও-একটি অফিসের দুটি কক্ষ থেকে দু'জন কম্পিউটার অপারেটর একটি প্রিন্টার থেকে প্রিন্ট দিতে পারেন। অফিসের পরিচালক কম্পিউটার ব্যবহার করে বিশেষ ব্যবস্থায় তার ছেলের সাথে প্রবাসী মেয়ের কথা বলিয়ে দিলেন।উদ্দীপকে প্রিন্টিং এর ক্ষেত্রে নেটওয়ার্কের ধরন --
ফুল ডুপ্লেক্স মোডে চলে-
i. মোবাইল ফোন
ii. ল্যান্ড ফোন
iii. রেডিও ব্রডকাস্ট
নিচের কোনটি সঠিক?
(100)2 এবং (1A)16 এর যোগফল কত?
বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে--i. পার্শ-প্রতিক্রিয়া কম হবেii. রোগির ব্যাথা কম হবেiii. সুস্থ হতে সময় কম লাগবে