মিসেস সেলিম সকালে 30 মিনিট ও বিকালে 40 মিনিট দ্রুত হাঁটেন। তাঁর হাঁটার সময়কালের পরিমিত ব্যবধান কত মিনিট?
পৈঁসু বিন্যাসের ক্ষেত্রে-
i. m > 0; m = গড়
ii. সর্বদা ধনাত্মক বঙ্কিম
iii. ভেদাঙ্ক =m
নিচের কোনটি সঠিক?
দ্বিপদী বিন্যাসের প্রতিবার চেষ্টায় সফলতা ও বিফলতার সম্ভাবনা হয়-
i. একই
ii. ধ্রুবক
iii. ভিন্ন ভিন্ন
নির্দিষ্ট বয়সের একজন লোকের জীবন বীমার বাৎসরিক প্রিমিয়াম কিসের ওপর নির্ভর করে?
কোন সংশ্লেষের ক্ষেত্রে চলকের মানের দিক বোঝা যায় না?
কোনো নমুনার মোট একক সংখ্যাকে কী বলা হয়?