বিন কার্ডে কোনটি লিপিবদ্ধ থাকে?i. প্রাপ্ত মালের পরিমাণii. ইস্যুকৃত মালের পরিমাণiii. মালের মূল্যনিচের কোনটি সঠিক?
একটি পণ্যের কাঁচামালের ব্যয় ৪০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৩২,০০০ টাকা, বিক্রয় উপরিব্যয় ১২,০০০ টাকা এবং রূপান্তর ব্যয় ৮০,০০০ টাকা। পণ্যটির উৎপাদন উপরিব্যয় কত?
ব্যবসার সম্পত্তি, দায়, মালিকানাস্বত্ব ও লাভ-ক্ষতি জানতে সাহায্য করে-i. আয় বিবরণীii. নগদ প্রবাহ বিবরণীiii. আর্থিক অবস্থার বিবরণীনিচের কোনটি সঠিক?
৬% হারে ৩ মাসের বিনিয়োগের বকেয়া সুদ ৩০০ টাকা হলে বছরে বিনিয়োগের পরিমাণ কত?
যদি বিক্রয়ের উপর মুনাফার হার ২০% হয়; উৎপাদন ব্যয় হয় ১,৬০,০০০ টাকা এবং মোট ব্যয় হয় ২,৪০,০০০ টাকা; তখন বিক্রয়ের পরিমাণ কত হবে?
সমাপনী মজুদ মূল্যায়নের পর যদি পণ্য আগুনে বিনষ্ট হয় এবং বিমা কোম্পানি কোনো ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায় তবে আর্থিক বিবরণীতে এর ব্যবহার হবে- i. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয়ে বিয়োগii. সমাপনী মজুদ পণ্য হতে বিয়োগiii. আয় বিবরণীতে অস্বাভাবিক ক্ষতি হিসেবে বিয়োগ
নিচের কোনটি সঠিক?