নিত্য মজুদ ব্যবস্থায় কখন সমাপনী মজুদ পণ্যের পরিমাণ নির্ণয় করা হয়?
হিসাবরক্ষকের অসতর্কতার ফলে রেওয়ামিলে প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকার পরিবর্তে ৩৩,০০০ টাকা ডেবিট করা হয়, অন্যদিকে ক্রর হিসাব ৫৩,০০০ টাকার পরিবর্তে ৫০,০০০ টাকা ডেবিট করা হয়, রেওয়ামিলে কোন ধরনের ভুল হয়েছে?
হাসেম মিয়া একজন চাষি। সে দেখল এ বৎসর ২৫ কেজি আলুর উৎপাদন ব্যয় হলো ১,০০০ টাকা। যদি তিনি বিক্রয়মূল্যের ওপর ২০% মুনাফা প্রত্যাশা করেন তাহলে তার প্রতি কেজি আলুর বিক্রয়মূল্য কত টাকা ছিল?
অনাদায়ীকৃত লভ্যাংশ-
i. ঘোষণাকৃত লভ্যাংশের একটি অংশ
ii. একটি চলতি দায়
iii. দীর্ঘদিন পর মুনাফার সাথে সমন্বয় করা যায়
নিচের কোনটি সঠিক?
উক্ত ব্যবসায়ের বণ্টনযোগ্য মুনাফার পরিমাণ কত?
৫,০০০ টাকার একটি লেনদেন ৫০০ টাকা লেখা হলে তা কোন ধরনের ভুল?