FOB destination বলতে কী বোঝায়?
প্রত্যক্ষ মাল ৪,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ২,০০০ টাকা, উপরিখরচ ৩,০০০ টাকা হলে, রূপান্তর ব্যয় কত?
চলতি দায় ৭২,০০০ টাকা এবং চলতি অনুপাত ৩:১ হলে চলতি সম্পদ কত টাকা হবে?
কামাল সাহেব ৫০,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন এবং সংস্থাপন ব্যয় বাবদ ১০,০০০ টাকা পরিশোধ করেন; কিন্তু সংস্থাপন ব্যয়কে মজুরি হিসাবে ডেবিট করা হয়েছে। এখানে কী ধরনের ভুল হয়েছে?
বিনিয়োজিত মূলধন হলো-
i. মোট সম্পদ - চলতি দায়
ii. মোট সম্পদ - দীর্ঘমেয়াদী দায়
iii. মোট সম্পদ - চলতি দায় - অবাস্তব সম্পদ
নিচের কোনটি সঠিক?
পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব দেখাতে পারে-i. ডেবিট জের ii. ক্রেডিট জেরiii. শূন্য জেরনিচের কোনটি সঠিক?