ক্রমযোজিত অবচয় কোন ধরনের হিসাব?
উত্তোলনের ওপর সুদের হার ১০% এর পরিবর্তে ৫% ধার্য হলে হিসাবের ওপর কী প্রভাব পড়বে?i. অংশীদারদের মূলধনের পরিমাণ হ্রাস পাবেii. অংশীদারি মূলধনের পরিমাণ সমান থাকবেiii. বণ্টনযোগ্য লাভের পরিমাণ হ্রাস পাবেনিচের কোনটি সঠিক?
অবচয় হিসাবভুক্তির ফলে আর্থিক বিবরণীতে কী প্রভাব পড়বে?
কারখানা খরচ ২৩ অংশ বাবদ ৪,০০০ টাকা প্রদান করা হয়েছে। তাহলে বকেয়া কারখানা খরচের পরিমাণ কত?
বিক্রয়ের উদ্দেশ্যে জমি ক্রয় করা হলে কোন হিসাবটি ডেবিট হবে?
তারল্য অনুপাত বলতে বুঝায়-
i. ত্বরিত অনুপাত
ii. অগ্নিপরীক্ষা অনুপাত
iii. চলতি অনুপাত
নিচের কোনটি সঠিক?