সমাপনী জাবেদার পর কোন হিসাবের জের শূন্য হবে?
হিসাবের প্রাথমিক বই থেকে খতিয়ানে স্থানান্তরের সময় যে ভুল সংঘটিত হয় তাকে কী ভুল বলে?
আসবাবপত্রের ক্রয়মূল্য ১,২০,০০০ টাকা, পুঞ্জিভূত অবচয় ২০,০০০ টাকা, আসবাবপত্রের বই মূল্যের ওপর ১০% হারে অবচয় ধার্য করা হলে অবচয়ের পরিমাণ কত হবে?
কোন ধরনের মূলধনের ওপর সুদ ধার্য করতে হয়?
১৫টি চেয়ারের উৎপাদন ব্যয় ১৮,০০০ টাকা। যদি কোম্পানি বিক্রয়মূল্যের ওপর ২০% মুনাফা করতে চায় তবে প্রতিটি চেয়ারের বিক্রয়মূল্য কত হবে?
উপরিউক্ত অংশীদারি কারবারের মূলভিত্তি কী?