কোন পদ্ধতি অনুযায়ী নগদ ও বকেয়া সকল লিপিবদ্ধ করা হয়?
অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুতের পদ্ধতি হলো-i. স্থায়ী মূলধন পদ্ধতিii. সমন্বিত মূলধন পদ্ধতিiii. পরিবর্তনশীল মূলধন পদ্ধতিনিচের কোনটি সঠিক?
ভুলগুলো উদঘাটনের পূর্বে রেওয়ামিল প্রস্তুত করা হলে অনিশ্চিত হিসাবের পরিমাণ কত?
মূলধনের অসমমূল্যের অংশকে কী বলা হয়?
সমন্বিত ক্রয়ের পরিমাণ কত হবে?
কামাল ও লোটাস কারবারের মুনাফা ২: ১ অনুপাতে বণ্টন করে থাকে। বছর শেষে তাদের মূলধনের জের যথাক্রমে ১,০০,০০০ ও ১,৮০,০০০ টাকা। বছর শেষে কারবারের নিট লাভ ২৪,০০০ টাকা। কামাল ও লোটাস এর প্রারম্ভিক মূলধন কত টাকা?